মেরামতি শেষ, খুলে দেওয়া হল তারাতলা উড়ালপুল

0
3

খুলে দেওয়া হল তারাতলা উড়ালপুল। পূর্ত দফতর জানিয়েছে মেরামতির কাজ শেষ। দুপুর সাড়ে তিনটে নাগাদ কাজ শেষ হয়েছে। তারপরেই খুলে দেওয়া হল উড়ালপুল। এখন যানচলাচল পুরোপুরি স্বাভাবিক র‍য়েছে।  রবিবার ভোরে  উড়ালপুলের গার্ডওয়ালের  কাছে  বেশ বড়সড় গর্ত দেখা যায়। সঙ্গে সঙ্গে খবর যায় ওপুর্ত দফতরে। বড় দুর্ঘটবা এড়াতে তখনই বন্ধ করে দেওয়া হয় বেহালাগামী  পথটি। এরপর দু দফায় পুরোপুরি  বন্ধ রাখতে হয় ফ্লাইওভার। অবশেষে দুপুর সাড়ে তিনটের সময় পুরোপুরি খুলে দেওয়া হল উড়ালপুল।