Taratala flyover : তারতলা উড়ালপুলে বড়সড় গর্ত, নিয়ন্ত্রণ করা হচ্ছে যানচলাচল

0
1

তারাতলা উড়ালপুলে বড়সড় গর্ত। যে কোনও মুহূর্তে বিরাট দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই নজরে আসতেই নিয়ন্ত্রণ করা হল যান চলাচল। তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হল একদিকের পথ।  রবিবার  ভোরে তারাতলা উড়ালপুলের দক্ষিণমুখী লেনে বড়সড় গর্ত  দেখা যায়। তারপরেই ওইদিকের যান চলাচল নিয়ন্ত্রণ করে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। দুর্ঘটনা এড়াতে তারাতলা উড়ালপুলের মাঝেরহাট থেকে বেহালাগামী রাস্তা গার্ড রেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। খবর দেওয়া হয়েছে পূর্ত দফতরে।  ইতিমধ্যেই  পূর্ত দফতর রাস্তা সারাইয়ের কাজ শুরু করে দিয়েছে। আপাতত মাঝেরহাট থেকে তারাতলা হয়ে ডায়মন্ড হারবার রোড ধরে যান চলাচল করছে। পূর্ত দফতর জানিয়েছে খুব শীঘ্রই রাস্তা মেরামত হয়ে যাবে।  উড়ালপুলও  তখন খুলে দেওয়া সম্ভব হবে বলে জানানো হয়েছে।