Newtown: বাড়িতে ঢুকে ৬ বছরের শিশুকে যৌন নির্যাতন ,গ্রেফতার অভিযুক্ত

0
2

যত দিন যাচ্ছে অপরাধমূলক কাজ কর্মের প্রবণতা ততই বাড়ছে। বারবার খবরের শিরোনামে উঠে আসছে ধর্ষণ(Rape), যৌন নির্যাতনের (Sexual Molestation)মতো একাধিক ঘৃণ্য ঘটনা। এবার খাস কলকাতার বুকেই ৬বছরের শিশুকে যৌন নির্যাতন (Sexual Molestation) করার অভিযোগ উঠল।

ঘটনা বিধাননগরের( Bidhannagar) নিউটাউন (NewTown) এলাকার।স্থানীয় এবং পরিবার সূত্রে জানা যায়, দুই সন্তানকে নিয়ে নিউটাউনের চণ্ডিবেড়িয়াতে বিগত দুই মাস ধরে বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন এক দম্পতি। পরিবারের অভিযোগ, বাড়ির মালিকের ছেলে শুক্রবার ভোরে তাঁদের ছয় বছরের শিশু কন্যার ঘরে ঢুকে যৌন নির্যাতন করে। বিষয়টি বুঝতে পেরে তড়িঘড়ি পরিবারের তরফ থেকে নিউ টাউন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই শনিবার অভিযুক্ত সৌরভ শেঠকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।