শিয়ালদহ ডিভিশনের সিগন্যাল কন্সট্রাকশন বিভাগের কর্মী সিনিয়র টেকনিশিয়ান ৪৫ বছরের অশোক বিশ্বাস কল্যাণীর কাছে লাইনে সিগন্যাল সমীক্ষার কাজ করছিলেন৷ সেই সময় ওই লাইন দিয়েই যাচ্ছিল শিয়ালদহ ডিভিশনের ইন্সপেকশন কারের ধাক্কায় লাইনে ছিন্নভিন্ন হয়ে যায় অশোকবাবুর দেহ৷ রেল সূত্রে খবর, এ ডি আর এম শিয়ালদহ যাচ্ছিলেন কৃষ্ণনগর সেকশন পরিদর্শনে। আর তখনই ঘটে দুর্ঘটনা। রেল কর্মীদের অভিযোগ দেহ দেখেই বোঝা যাচ্ছে আঘাতের তীব্রতা কতটা ছিল। ঘটনায় ক্ষোভে ফুঁসছেন রেলকর্মীরা কারণ তাঁদের দাবি, ইন্সপেকশন কারে শিয়ালদহ ডিভিশনের অতিরিক্ত ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার নিজে ছিলেন৷ এছাড়া একাধিক বিভাগীয় প্রধানরাও ছিলেন৷ কিন্তু দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তির খোঁজ নিতে কেউ নামেননি ট্রেন থেকে।
আরও পড়ুন- সনাতন ধর্মের ঐতিহ্য ও সংস্কৃতি ফেরাতে হবে দেশে, দাবি রাজ্যপাল আরিফ খানের
 
 






 
 
 
 
 
 
 
 





























































































































