Priyanka-Nick: মেয়ের অন্নপ্রাশন? হঠাৎ ‘জামাই’ সাজে নিক জোনাস

0
2

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)ও তাঁর স্বামীকে ঘিরে উন্মাদনা কম নয়। দেশি গার্লের বিদেশী বর বড়ই প্রিয় নিক- প্রিয়াঙ্কা (Nick-Priyanka) অনুরাগীদের।রবিবাসরীয় সকালে চমক দিলেন নিক। আকাশি কুর্তা-সাদা পাজামায় ‘জামাই’ সাজলেন নিক জোনাস (Nick Jonas)।

নিক-প্রিয়াঙ্কা (Nick-Priyanka)জুটি নেটিজেনদের বড় প্রিয়।তাঁদের দাম্পত্যে বহির্জগতের কোনও আঁচ পড়ে নি। সুখেই ঘর কন্যা করছেন তাঁরা। তাঁদের লস এঞ্জেলেসের ঘরে মিলেমিশে গিয়েছে ভারতীয় এবং মার্কিন পরম্পরা। রবিবার সকালে বিদেশী জামাই হঠাৎ চমকে দিলেন সবাইকে। আকাশি কুর্তা-সাদা পাজামায় ‘জামাই’ সাজলেন নিক জোনাস, কপালে আবার হোমের টিকা। সবাই বলছেন কেয়া বাত!

Tiger Census  : শেষ হল বাঘ সুমারি, উত্তরের জঙ্গলে বসানো হচ্ছে ক্যামেরা

রবিবাসরীয় সকালে ইনস্টাগ্রামে ছবিগুলি পোস্ট করেছেন পণ্ডিত মঞ্জু দত্ত, যিনি সদ্যই নিক- প্রিয়াঙ্কার বাড়িতে পুজো-পাঠ সেরেছেন। সেই দেখে সাড়া পড়ল এ দেশে। নিকের ভারতীয় সাজ দেখে মন্তব্যের বন্যা। সবাই বললেন, ‘জামাইবাবুকে যে অসাধারণ লাগছে!’ কিন্তু কী উপলক্ষে তারকা-দম্পতির বাড়িতে পুজো-পাঠ হচ্ছে তা জানা যায়নি, তবে আন্দাজের নজর অন্নপ্রাশনের দিকে। অনেকেই বলছেন মেয়ের জন্ম উপলক্ষেই হয়তো যজ্ঞ! আবার কেউ ভাবলেন অন্নপ্রাশন। যদিও এখনও অবধি মেয়ের ছবি প্রকাশ্যে আনেনি জোনাস পরিবার।