Prithvi Shaw: জ্বরে আক্রান্ত পৃথ্বী শ, হাসপাতাল থেকে ছবি পোস্ট দিল্লির ব‍্যাটারের

0
1

জ্বরে আক্রান্ত পৃথ্বী শ (Prithvi Shaw)। জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি তিনি। সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করেন তিনি। দিল্লি ক্যাপিটালসের (DC) অংশ পৃথ্বী শ-এর জ্বর। রবিবার, পৃথ্বী হাসপাতাল থেকে তার ছবি শেয়ার করেছেন। পৃথ্বী জানিয়েছেন যে তিনি জ্বর থেকে সেরে উঠছেন। গত বহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলেননি পৃথ্বী। তিনি কেন খেলছেন না তা নিয়ে তখন কিছু জানাননি দিল্লির অধিনায়ক ঋষভ পন্থও।

এদিন সোশ্যাল মিডিয়ায় পৃথ্বী শ একটি ছবি পোস্ট করে লেখেন,”হাসপাতালের বিছানায় শুয়ে আছি। জ্বর থেকে সেরে উঠছি এবং হাসপাতালে ভর্তি হয়েছি। শীঘ্রই ফিরে আসব, আপনাদের প্রার্থনার জন্য সবাইকে ধন্যবাদ।

এদিকে রবিবার চেন্নাই সুপার কিংসের মুখোমুখি দিল্লি ক‍্যাপিটালস। কিন্তু তার আগে দলের মধ্যে করোনার ঘটনা সামনে এসেছে। দিল্লি ক্যাপিটালসের একজন নেট বোলার কোভিড পজিটিভ পাওয়া গেছে, তারপরে তাঁকে এবং তাঁর রুমমেটকে আলাদা করা হয়েছে।

অতীতে দিল্লি ক্যাপিটালসে প্রায় ছয় জন করোনার ঘটনা ঘটেছে, যার মধ্যে কিছু খেলোয়াড় এবং সহায়ক স্টাফও আক্রান্ত হয়েছিলেন। আক্রান্ত হয়েছিলেন রিনি পন্টিং। যদিও এখন সবাই এর থেকে সুস্থ হয়ে উঠেছেন।

আরও পড়ুন:Virat Kohli: ফের প্রথম বলে আউট বিরাট, গোল্ডেন ডাকের রেকর্ড গড়লেন কোহলি