আন্তর্জাতিক মাতৃ দিবসে সকল মা-কে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

0
1

আজ মে মাসের দ্বিতীয় রবিবার। আজকের দিনটিতে বিশ্বজুড়ে পালিত হয় মাতৃদিবসের। এই দিনটিতে বিশ্বের সকল মা-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে একটি ট্যুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:নজর ২০২৪: সংগঠন জোরদার করতে এবার অসম সফরে অভিষেক


এদিন ট্যুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “ আজ মাতৃদিবসে সকল মাকে জানাই শুভেচ্ছা।  ‘মাতৃদিবসে সব মাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। মহীয়সী মা আছেন আমাদের গর্ভধারিণীর মধ্যে, আমাদের দেবীদের মধ্যে, আমাদের দেশমাতৃকার মধ্যে, আমাদের বসুন্ধরা মায়ের মধ্যে। আমার নানা গানের মধ্যে, কবিতার মধ্যে আমি তাঁরই বন্দনা করেছি। আমার সামাজিক উচ্চারণেও তাঁরই অর্চনা করেছি।”





অন্যদিকে আন্তর্জাতিক মাতৃদিবস উপলক্ষে ফেসবুকে মমতা বন্দ্যপাধ্যায় লেখেন, “মাদার’স ডে উপলক্ষে আজ সকল মা-কে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। একই মহিয়সী মা আছেন আমাদের গর্ভধারিণীর মধ্যে, আমাদের দেবীগণের মধ্যে, আমাদের মাতৃভূমিতে, আমাদের বসুন্ধরায়।”