প্রত্যাখ্যাত হয়ে তরুণীর বাড়িতে আগুন ‘প্রেমিকের’, ঝলসে মৃত ৭

0
2

একই কমপ্লেক্সে (Complex) থাকা প্রতিবেশী তরুণীর প্রতি আকৃষ্ট হয়ে বিয়ের প্রস্তাব( Marriage Proposal) দিয়েছিলেন প্রেমিক(Lover) শুভম। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখান করেন তরুণী। অন্যত্র বিয়ে কথাবার্তা চলছিল তরুণীর। সেই আক্রোশের বশে তরুণীকে পুড়িয়ে মারার চেষ্টা করেন যুবক। বাড়িতে আগুন লাগিয়ে দেন। ঘটনায় তরুণী বেঁচে গেলেও, ঝলসে মৃত্যু হয়েছে ওই কমপ্লেক্সের সাত জনের। অভিযুক্ত সঞ্জয় দীক্ষিত ওরফে শুভমের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে মধ্যপ্রদেশের (Madhyapradesh) ইন্দোরে বিজয়নগরে। সূত্রে খবর, বিজয়নগরের(Vijaynagar)  ওই কমপ্লেক্সে ভাড়া থাকতেন শুভম। ওই সময় প্রতিবেশী এক তরুণীর প্রেমে পড়ে যান। তাঁকে বিয়ে করার প্রস্তাবও দেন। কিন্তু তরুণী তা প্রত্যাখ্যান করেন। শুভম যখন জানতে পারেন যে তরুণীর অন্যত্র বিয়ে হচ্ছে সেই মূহুর্তেই প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন। সেই রাগের বশেই কমপ্লেক্সের গ্যারাজে রাখা তরুণীর স্কুটারে আগুন লাগিয়ে দেন শুভম। তখন সবাই ঘুমে আচ্ছন্ন ছিলেন।

স্কুটারের লাগা আগুন ধীরে ধীরে কমপ্লেক্সের ভিতর ছড়িয়ে পড়ে। বিষয়টা বোঝার সঙ্গে সঙ্গে প্রাণে বাঁচতে কয়েকজন ব্যালকনি থেকে ঝাঁপ মেরে প্রাণে বাঁচলেও সাত জনের ঝলসে মৃত্যু হয়। শুভমের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।