রেজিস্ট্রির পরেও ক্রেতার নাম পুরসভাকে না জানালে ট্যাক্স দিতে হবে প্রোমোটারকেই

0
2

এখন থেকে শুধুমাত্র রেজিস্ট্রি করেই  আর  নিজেদের দায়  এড়াতে পারবেন না প্রোমোটাররা। সম্পত্তির  মালিকের নাম পুরসভাকে জানাতে হবে প্রমোটারকেই  । তা না হলে কর দিতে হবে প্রোমোটারকেই।  ফ্ল্যাটের নকশার অনুমোদন থেকে ফ্ল্যাট বিক্রি পর্যন্ত, পুরসভার কর মেটাতে হবে প্রোমোটারকে। ফ্ল্যাট রেজিস্ট্রির পরও, ক্রেতার নাম পুরসভায় নথিভুক্ত করাবে প্রোমোটার।

কিন্তু কেন হঠাৎ এই নির্দেশ?  কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে মূলত  সম্পত্তি কর আদায়ের জন্যই  এই উদ্যোগ।  কারণ, কলকাতা শহরে এমন   বহু বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন রয়েছে সেগুলির  রেজিস্ট্রেশন হলেও সম্পত্তি কর আদায় ঠিকমতো হয় না। কারণ সেগুলির ক্রেতার নাম নথিভুক্ত থাকে না ।   ফলে  ফ্ল্যাট রেজিস্ট্রি করে বসবাস শুরু করলেও, কর মূল্যায়ণ হয়নি। আর তাতেই আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে পুরসভাকে। তাই এখন থেকে এ ধরনের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমোটারকেই তার দায় নিতে হবে।