এভারেস্টে আরোহণের সময় আচমকা মৃত্যু মহিলা চিকিৎসকের

0
1

চিকিৎসক (Doctor) হলেও পাহাড় ছিল তাঁর ভালবাসা। সেই পাহাড়েই প্রাণ গেল মুম্বই(Mumbai) গোরেগাঁওয়ের(Goregaon) বাসিন্দা চিকিৎসকের। তাঁর নাম প্রাদনিয়া সামন্ত। লক্ষ্য ছিল বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে পৌছনোর। এভারেস্টের বেস ক্যাম্পের (Everest Base Camp)দিকে ট্রেক করে যাওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ৫২ বছরের প্রাদনিয়া সামন্তের।

সূত্রে খবর, কিছুদিন আগে মুম্বইয়ের চিকিৎসক প্রাদনিয়া এভারেস্ট অভিযানে যাত্রা করেন। নেপাল থেকে যাত্রা শুরু করেছিলেন বেস ক্যাম্পের কাছাকাছি পৌঁছে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। সেখানেই তাঁর মৃত্যু হয়।রবিবার রাতেই বিশেষ বিমানে দেহ নিয়ে আসা হবে তাঁরদেহ। সোমবার শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর।

প্রসঙ্গত, এর আগে কাঞ্চনজঙ্ঘা অভিযানে গিয়ে মৃত্যু হয়েছে ৫২ বছরের নারায়ণ আইয়ারের।কারণ তাঁর সর্বোচ্চ আট হাজার মিটার পর্যন্ত আরোহণ করার অনুমতি ছিল। কিন্তু তিনি জোর করে আরও উপরে উঠেছিলেন ফলে মৃত্যু হয় তাঁর