দেশের প্রাচীন সংস্কৃতি ও সনাতন ধরনের ঐতিহ্য পুনরায় ফিরিয়ে আনতে হবে। সম্প্রতি কেরলের(Kerala) এক স্কুলের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনটাই জানালেন কেরলের রাজ্যপাল(Govornor) আরিফ খান(Arif Khan)। রাজ্যপালের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানিয় জেলাশাসক উমেশপ্রতাপ সিং, পুলিশ সুপারিটেন্ডেন্ট এস আনন্দ ও বিধায়ক হরিপ্রকাশ ভার্মা।
ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আরিফ খান বলেন, “দেশের প্রাচীন সংস্কৃতিকে ফিরিয়ে আনতে কাজ করে যেতে হবে আমাদের। তার মানে এই নয় যে, পিছিয়ে যেতে হবে। কিন্তু আমাদের সনাতন সংস্কৃতিকে ফিরিয়ে আনা দরকার। শিক্ষা ছাড়া তা সম্ভবও নয়।” এপ্রসঙ্গে স্বামী বিবেকানন্দের প্রসঙ্গ তুলে ধরে তিনি স্মরণ করিয়ে দেন, স্বামী বিবেকানন্দ বলেছিলেন মানুষের জীবনের উদ্দেশ্য হল জ্ঞান অর্জন। আর নম্রতা জ্ঞানেরই ফল। যাঁর নম্রতা আছে, তাঁকে অবহেলা করা যায় না। সনাতন ধর্ম প্রসঙ্গে তিনি বলেন, সনাতন ধর্ম এমন এক জীবনযাপন পদ্ধতির কথা বলে যা কিছু নীতি দ্বারা নির্ধারিত হয়। এবং তা করা হয় জীবনের ভালোর জন্যই। সনাতন ধর্মের যে সাধারণ গুণগুলির কথা তিনি তুলে ধরেছেন সেগুলি হল সততা, সদিচ্ছা, করুণা, পবিত্রতা, আত্মসংযম, উদারতা, ধৈর্য, সহনশীলতা, এবং তপস্যা।