এক নয় দুই নয় পাঁচটি শৃঙ্গ জয় করে রেকর্ড প্রিয়াঙ্কার

0
4

পাহাড়ে চড়ার নেশা তাঁর ছোট থেকেই। আর সেই টানেই এভারেস্ট (Everest) সহ ছুঁয়ে ফেললেন পাঁচ পাঁচটি শৃঙ্গ( Five Peak), গড়লেন রেকর্ড(Record)। তিনি মহারাষ্ট্রের( Maharashtra)  মেয়ে প্রিয়াঙ্কা মোহাইত( Priyanka Mohait)।

আট হাজার মিটারের থেকে বেশি উচ্চতার পৃথিবীর পাঁচটি পর্বতশীর্ষ জয় করেছেন তিনি। তিনিই প্রথম ভারতীয় মহিলা,যাঁর সাফল্যের জয়জয়কার। গত বৃহস্পতিবার
বিকেল পৌনে পাঁচটায় পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা জয় করে প্রথম ভারতীয় মহিলা হিসেবে এই বিরল রেকর্ডটি গড়লেন প্রিয়াঙ্কা। উল্লেখ্য এর আগে তিনি মাউন্ট এভারেস্ট , লোৎসে, মাকালু, অন্নপূর্ণা শৃঙ্গ জয় করেছেন। সেই তালিকায় এবার নতুন সংযোজন কাঞ্চনজঙ্ঘা। ২০২১ সালের এপ্রিলে জয় করেন পৃথিবীর দশম উচ্চতম শৃঙ্গ মাউন্ট অন্নপূর্ণা। এরপরেই বেরিয়ে পড়েছিলেন কাঞ্চনজঙ্ঘার উদ্দেশ্যে।
এর আগেও একাধিক শৃঙ্গ জয় করেছেন তিনি। ২০১৩ সালে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে পা রাখেন, যার উচ্চতা ৮,৮৪৯ মিটার। ২০১৬ সালে মাউন্টে কিলিমাঞ্জারো এবং ২০১৮ সালে মাউন্ট লোৎসেও জয় করেন তিনি। ২০২০ সালে তেনজিং নোরগে অ্যাডভেঞ্চার পুরস্কারও জিতেছেন প্রিয়াঙ্কা।

প্রিয়াঙ্কার পাহাড় অভিযান শুরু হয়েছিল উত্তরাখণ্ডের গাড়ওয়াল বিভাগের বান্দারপুঞ্চ শৃঙ্গ দিয়ে। সেটা সম্ভবত ২০১২ সাল। তারপর আর থেমে থাকেন নি। কত ছোট বড় পাহাড়ে যে তিনি চড়েছেন তা গুণে শেষ করা যাবেনা। ২০১৮ সালে শিব ছত্রপতি রাজ্য পুরস্কারে তাঁকে সম্মানিত করে মহারাষ্ট্র সরকার।