দীর্ঘ প্রতিক্ষার অবসান। কেদারনাথের পর এবার খুলে গেল বদ্রীনাথ মন্দিরের দরজাও। কড়া নিরাপত্তার ঘেরাটোপের মধ্যেই ভক্ত সমাগমে জমজমাট মন্দির চত্বর।



আরও পড়ুন:মঙ্গলেই অন্ধ্র উপকূলে আছড়ে পড়বে ‘অশনি’


প্রসঙ্গত,অক্ষয় তৃতীয়ার দিন যমুনোত্রী ও গঙ্গোত্রী মন্দির খুলে দেওয়া হয়। সেখানে ভিড় জমতে দেখা যায় ভক্তদের। শুক্রবার খুলে দেওয়া হয় কেদারনাথ মন্দিরের দরজাও। এবার রবিবার ভোরবেলায় খুলল চারধামের অন্যতম ধাম বদ্রীনাথের মন্দিরের দরজাও। উত্তরাখণ্ডের চামোলি জেলার বদ্রীনাথ ধাম দর্শনে সকাল থেকেই ভিড় জমিয়েছেন বিপুল সংখ্যক ভক্ত। মন্দির চত্বরে উপচে পড়ছে ভিড়।


করোনার জেরে গত ২ বছর বন্ধ ছিল ভক্ত সমাগম। দু’দিন আগে ৬ মে খুলে দেওয়া হয়েছিল কেদারনাথ ধামের দরজা। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির উপস্থিততে খোলা হয় মন্দিরের দরজা। ১৫ কুইন্টাল ফুল দিয়ে সাজানো হয়েছিল মন্দিরের দরজা ও অন্যান্য এলাকা। রবিবার খুলে গেল বদ্রীনাথ মন্দিরের দরজাও। প্রশাসন জানিয়েছে, আগামী ৪৫ দিন ধরে দৈনিক ১৫ হাজার তীর্থযাত্রীরা এই মন্দির দর্শনে আসবেন।

Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































