KKR: ‘ক্রিকেটারদের ছন্দের অভাব, তাই এই ফলাফল’, লখনউয়ের বিরুদ্ধে ম‍্যাচ হেরে বললেন নাইট কোচ

0
2

শনিবার লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিরুদ্ধে হেরে আইপিএলে ( IPL) প্লে-অফে যাওয়ার রাস্তা কার্যত শেষ কলকাতা নাইট রাইডার্সের (KKR)। আর এই হারের কার্যত হতাশ নাইট কোচ ব্রেন্ডন ম্যাকালাম (Brendon McCullum)। বলছেন ক্রিকেটারদের ছন্দের অভাবেই এই ফলাফল দেখত হল।

সাংবাদিক সম্মেলনে ম‍্যাকালাম বলেন,” যে দলগুলো পয়েন্ট তালিকায় উপরের দিকে রয়েছে, তাদের দিকে তাকালে দেখা যাবে ওদের অন্তত একজন ওপেনিং ব্যাটার সর্বাধিক রানের তালিকায় আছে। কিন্তু আমরা ওই জায়গায় কাউকে নিয়মিত খেলাতে পারিনি। এটা আমাদের দুর্ভাগ্য যে কিছু ক্রিকেটার ছন্দে ছিল না। আমরা সেই ছন্দটাই খুঁজছি।”

শুধু ব‍্যাটার নয় বোলারদের পারফরম্যান্সও যে মনে দাঁগ কাটতে পারেনি, তা স্পষ্ট ম‍্যাকালামের কথায়। বিশেষ করে ভেঙ্কটেশের ফর্মে না থাকাটা দলের ওপর প্রভাব ফেলেছে বলে মনে করছেন নাইট কোচ। এই নিয়ে ম‍্যাকালাম বলেন,” এটা ওঁর দ্বিতীয় মরশুম। ভেঙ্কটেশের বিরুদ্ধে অন্য দলগুলি পড়াশোনা করেই নেমেছে। ওঁর কাছে সুযোগ রয়েছে উন্নতি করে ফিরে আসার। দারুণ প্রতিভা রয়েছে ওঁর মধ্যে। আমি আশাবাদী ও ঠিক ফিরে আসবে।”

আরও পড়ুন:Delhi Capitals: ফের করোনার থাবা দিল্লি শিবিরে, আক্রান্ত এক নেট বোলার