Chelsea: রেকর্ড অর্থে চেলসি ক্লাব কিনলেন এই ব‍্যবসায়ী

0
1

চেলসি ( Chelsea) ফুটবল ক্লাব ৫.২ বিলিয়ন ডলারে কিনে নিলেন টড বোয়েহলির ইনভেস্টর গ্রুপ। শনিবার এমনটাই এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, চেলসি ফুটবল ক্লাব।

গত মার্চ মাসে চেলসি ফুটবল ক্লাবকে বিক্রি করে দিতে বাধ্য হয়েছিলেন রাশিয়ান ধনকুবের রোমান আব্রামোভিচ। ইউক্রেনে রাশিয়ার সামরিক আক্রমণের জেরে সেই সময় ব্রিটিশ সরকার থেকে রোমানকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। আর সেই কারণে দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে তৈরি করা এই চেলসি ক্লাবকে বিক্রি করে দেন আব্রামোভি। তারপরই একাধিক গ্রুপের তরফ থেক বিডিং প্রক্রিয়া সম্পন্ন হয়। অবশেষে টড বোয়েহলি ও তার লগ্নিকারী গ্রুপকে বেছে নেয় রাইন গ্রুপ ও নিউ ইয়র্ক ব্যাঙ্ক, যারা চেলসির অধিগ্রহণ নিয়ে কাজ করছিল।

এর আগে টড বোয়েহলি মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ বেসবলের জনপ্রিয় ক্লাব লস অ্যাঞ্জেলেস ডজার্সের সহ-কর্ণধার ছিলেন। চেলসির অধিগ্রহণে টড বোয়েহলির গ্রুপে রয়েছেন ডজার্সের সহ-কর্ণধার মার্ক ওয়াল্টার, সুইস ধনকুবের হান্সজোয়েস উইস ও মার্কিন লগ্নিকারি ফার্ম ক্লিয়ারলেক ক্যাপিটাল।

আরও পড়ুন:Hardik Pandya: মুম্বই দলের এই ক্রিকেটারকে দলে নিতে চান গুজরাত অধিনায়ক হার্দিক পান্ডিয়া