তার হাতের লেখা এমএসওয়ার্ড ফন্টের চেয়েও সুন্দর, এখনই বিশ্বের সেরা ছোট্ট প্রকৃতি  

0
3

জানেন কি ,পৃথিবীতে এমন একজন আছে যার হাতের লেখা এম এস ওয়ার্ডের(MS Word)ফন্টের(Font)থেকেও সুন্দর।  ক্লাস এইটের খুদে পড়ুয়া সে। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে সুন্দর হাতের লেখার(Hand Writing)অধিকারিণী।

ছাত্রছাত্রী হোক বা পদস্থ কর্মচারী হাতের লেখা অসুন্দর হলে অনেকটাই ফাঁক থেকে যায়। হাতের লেখার জন্য স্কুলে আলাদা নম্বর থাকে। হাতের লেখা খারাপ হলে পরীক্ষায় নম্বর কাটা যায় অবধারিত ভাবে। কিন্তু সুন্দর হাতের লেখা ভাইরাল হয় বা বিশ্ব সেরা হয় এমনটা কেউ কখনও শুনেছে ?

এমনটাই ঘটিয়েছে নেপালের (Nepal) ছাত্রী প্রকৃতি মাল্লা (Prakriti Malla) । গোটা বিশ্বের মানুষ মেয়েটিকে চেনেন তার হাতের লেখার জন্য। এত অল্প বয়সে তার হাতের লেখা এতটাই নিখুঁত যে লিপি বিশেষজ্ঞরা বলেছেন, তার লেখার প্রতিটি শব্দের মধ্যে সমান দূরত্ব। কোথাও একটু কম বা বেশি নেই লেখার মধ্যে। এমনকি প্রতিটি লেখার উচ্চতাও প্রায় সমান। সম্প্রতি তার একটি অসাধারণ লেখা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। নেপালের এক ব্যক্তি প্রকৃতির হাতের লেখার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।তার হাতের লেখা দেখলে মনে হবে যেন কোনও কম্পিউটারের ফন্ট। এতটাই সুন্দর তার হাতের লেখা। প্রকৃতি সৈনিক আওয়াসিয়া মহাবিদ্যার ছাত্রি। তার এই অসাধারণ হাতের লেখার জন্য নেপালি সশস্ত্র বাহিনী তাকে পুরস্কৃতও করেছে।