Gas price : মধ্যরাতে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, হাজার পেরোল সিলিন্ডার

0
3

শুক্রবার মধ্যরাতে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। ১৪.২ কেজির গ্যাস সিলিন্ডারের দাম আরও ৫০ টাকা বাড়ানো হল। ফলে কলকাতায় একটি সিলিন্ডারের দাম হল ১০২৬ টাকা। অন্যদিকে বাণিজ্যিক ব্যবহারের ১৯ কেজির গ্যাস সিলিন্ডার অর্থাৎ যেগুলি হোটেল-রেস্তোরাঁয় ব্যবহার করা হয় সেগুলির দাম সামান্য কমেছে। এই দফায় ৯.৫০ টাকা কমে কলকাতায় ২৪৪৫ টাকা হয়েছে।

খুব স্বাভাবিকভাবেই রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে হাহাকার হেঁশেলে। হাজার টাকা পার করে গেল এক একটি সিলিন্ডার। মধ্যবিত্তের নাভিশ্বাস তো বটেই। এবার ভাবনায় পড়েছে উচ্চ মধ্যবিত্তরাও। প্রতিটি সংসারেই এখন রোজকারের রান্না- খাওয়া কী তা নিয়ে প্রবল দুশ্চিন্তা । একদিকে গ্যাস অগ্নিমূল্য । পাশাপাশি বাজারে সবজি বলতে কিছুই নেই। চাল-ডাল তো দামি হয়েছে অনেকদিনই। ভোজ্য তেলের দাম বেড়েছে অনেকটাই। সেইসঙ্গে নিত্যদিনের সবজির দামও আকাশছোঁয়া । যেকোনো সবুজ শাকসবজি কিনতে গেলে তার দাম কেজিপ্রতি অন্তত ৭০থেকে ৮০ টাকা । ফলে মধ্যবিত্ত বাঙালি কীভাবে যে কোন দিক থেকে সামাল দেবে তা বুঝেই উঠতে পারছে না। এমনিতেই করোনাকালে প্রচুর মানুষ কর্মহীন হয়েছে । বহু বেসরকারি সংস্থা মাস মাইনের টাকার অংশ কমিয়ে দিয়েছে। ফলে সংসারের বাজেটের টান পড়েছে বহুদিন ধরেই । এবার মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো গ্যাস এবং সবজি অগ্নিমূল্য । দুশ্চিন্তার ভাঁজ সকলেরই কপালে।