আড়াল থেকেই ব্যাট করছে করোনা(Corona)। প্রতিদিনই বাড়ছে তার স্কোর। গত ২৪ ঘন্টায় আক্রান্তের হার বৃদ্ধি পেল প্রায় ৭ শতাংশ। করোনাকে (Corona) হালকা ভাবে নেবেন না, পরামর্শ বিশেষজ্ঞদের।
যতই স্বাভাবিক ছন্দে জীবন চলুক না কেন, করোনা এখনও আছে নিজের চেনা পথেই। দেশের কোভিড গ্রাফ(Covid Graph) মাঝেমধ্যেই বেশ ঊর্ধ্বমুখী।শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ৩,৮০৫ জন। এই নিয়ে দেশে আক্রান্তের হার বৃদ্ধি পেল প্রায় ৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় রাজ্যে আক্রান্ত ৪৮ জন।
ভাইয়ের পচাগলা মৃতদেহ আগলে দাদা-বৌদি, রবিনসন স্ট্রিট কান্ডের ছায়া বাঁকুড়ায়
আইসিএমআর(ICMR) জানিয়ে দিয়েছে, আপাতত চতুর্থ ঢেউয়ের আশঙ্কা নেই।কিন্তু নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে দেশের সক্রিয় করোনা রোগীর সংখ্যা। বর্তমানে অ্যাকটিভ কেস (active case) বেড়ে হল ২০ হাজার ৩০৩। পাশাপাশি মৃত্যুহার নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, একদিনে দেশে করোনায় প্রাণ হারিয়েছেন ২২ জন। দেশের পাশাপাশি যদি বাংলার দিকে দেখা যায় তাহলে সেখানে গত কয়েকদিন ধরে করোনায় মৃত্যুর সংখ্যাটা ছিল ০। কিন্তু গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা বেড়ে ১। দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু ৫ লক্ষ ২৪ হাজার ২৪ জনের।
সংক্রমণ নিয়ে নতুন করে উদ্বেগের মাঝেও অবশ্য দেশে সুস্থতার হার স্বস্তিজনক। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে ১৯০ কোটির বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ৫৪ হাজার ৪১৬ জন করোনা থেকে মুক্ত হয়েছেন।
















































































































































