নিজের পুরনো কেন্দ্রে গিয়ে কাশীপুর কাণ্ডে বিজেপিকে নিশানা বাবুলের

0
1

ফের বাবুলের নিশানায় বিজেপি। কাশীপুরের যুবমোর্চা নেতা অর্জুন চৌরাশিয়ার রহস্য মৃত্যু প্রসঙ্গে বাবুলের মন্তব্য, “মৃত্যু নিয়ে নোংরা রাজনীতি করছে বিজেপি”। নিজের পুরনো লোকসভা কেন্দ্র আসানসোলের অন্তর্গত পান্ডবেশ্বরে একটি অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাশীপুরে বিজেপি নেতার রহস‍্যমৃত্যু নিয়ে এমনই মন্তব্য করেন বালিগঞ্জের নবনির্বাচিত তৃণমূল বিধায়ক।

বাবুলের কথায়, “ময়নাতদন্ত আটকে দেহ নিয়ে নোংরা রাজনীতি করেছে বিজেপি। এইভাবে ময়নাতদন্ত আটকে রাখার নাটক করে বিজেপির কোনও কার্যসিদ্ধি হবে না। যেটা সত্যি ঘটনা সেটি সামনে আসুক। পুলিশের কাজে বাধা দেওয়া ঠিক নয়। পরিকল্পিতভাবে মৃতদেহ ঘরের মধ্যে আটকে রেখে পুলিশকে যেতে না দেওয়া সভ্য সমাজে হওয়া উচিৎ নয়।”

শপথগ্রহণ নিয়ে জটিলতা নিয়েও মুখ খোলেন বাবুল। তিনি একটু রসিকতার ছলে বলেন, “রিজার্ভেশন পাক্কা, প্ল্যাটফর্মে চলে এসেছি, ঝালমুড়ি খাচ্ছি। ট্রেন এলেই চেপে পড়ব।”