Delhi Capitals: দিল্লির কাছে হার, হারের কারণ হিসাবে কী ব‍্যাখ‍্যা দিলেন হায়দরাবাদ অধিনায়ক?

0
2

হারের হ‍্যাটট্রিক। পরপর তিন ম‍্যাচে হেরে কিছুটা হতাশ সানরাইজার্স হায়দরাবাদের (SRH) অধিনায়ক কেন উইলিয়ামসন (Kane Williamson)। বৃহস্পতিবার দিল্লি ক‍্যাপিটালসের (Delhi Capitals) কাছে ২১ রানে হায়দরাবাদ। আর এই হারের কারণ হিসাবে বিপক্ষ দলের ব‍্যাটার ডেভিড ওয়ার্নারের দুরন্ত ইনিংসের পাশাপাশি হায়দরাবাদ দলের ব‍্যাটারদের রান না করতে পারাকে তুলে ধরলেন কেন।

সাংবাদিক সম্মেলনে উইলিয়ামসন বলেন,” ওয়ার্নার এবং পাওয়েল দু’টো দুর্দান্ত ইনিংস খেলল। ওদের ইনিংসগুলোই দিল্লিকে জয়ের জায়গায় পৌঁছে দেয়। ইনিংসের মাঝামাঝি সময়েই মনে হয়েছিল ওরা বড় ইনিংস গড়বে।”

এরপাশাপাশি উইলিয়ামসন বলেন,” আমাদের ব্যাটারদের রান তাড়া করার ক্ষেত্রে আরও আত্মবিশ্বাসী হতে হবে। নিজেদের বিশ্বাস করতে হবে, এই রান তাড়া করা সম্ভব।”

উইলিয়ামসন নিজেও চলতি আইপিএলে সেরা ছন্দে নেই। সে কথা মেনে নিয়েছেন তিনি। এই নিয়ে কেন বলেন, “যে কেউ সব সময়ই চাইবে যত বেশি সম্ভব রান করতে। আমি খুবই পরিশ্রম করছি। চেষ্টা করছি দলের জন্য অবদান রাখতে। নিজের খেলার প্রতি আরও ধৈর্য্যশীল এবং দায়বদ্ধ হওয়ার চেষ্টা করছি।”

আরও পড়ুন:Ajaz Patel: মানবিক আজাজ, মহৎ কাজে ১০ উইকেট নেওয়া জার্সি নিলামে তুললেন তিনি