পরিবহনমন্ত্রীর কড়া বার্তা সত্ত্বেও ফিটনেস সার্টিফিকেট ছাড়া চলছে বাস, মামলা দায়ের হাইকোর্টে

0
1

করোনা কালে চড়চড়িয়ে দাম বেড়েছে জ্বালানির। যাত্রী না হওয়ায় বাস মালিকদের লোকসান বই লাভ হয়নি। তাই অর্থাভাবে ইন্সিওরেন্স থেকে শুরু করে সিএফ নবিকরণ কোনওটাই করেনি বাস মালিকদের একাংশ। পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম কড়া ভাষায় জানিয়েছেন ফিটনেস সার্টিফিকেট ছাড়া রাজপথে বাস নামলে তা বাজেয়াপ্ত করা হবে। তারপরও ফিটনেস সার্টিফিকেট ছাড়া বাস চলছে বলে অভিযোগ।  বিষয়টি নিয়ে আজ, শুক্রবার একটি জনস্বার্থ মামলাও দায়ের হল কলকাতা হাই কোর্টে।



আরও পড়ুন:বঙ্গে ‘অশনি’-র সঙ্কেত?




মামলাকারী আইনজীবীর অনিন্দ্যসুন্দর দাস এই মামলাটি দায়ের করেছেন। আইনজীবীর দাবি, ইন্সিওরেন্স  ও দূষণ সংক্রান্ত কোনওরকম সার্টিফিকেট ছাড়াই সরকারি চলছে। মামলাকারীদের আরও অভিযোগ, বেশিরভাগ সরকারি বাসই না কী রাস্তায় চলার অযোগ্য। এদিকে সরকারি বাহন বলে পুলিসও কোনও ব্যবস্থা নিচ্ছে না। ফলে নিত্যযাত্রীরা লাগাতার অসুবিধার সম্মুখীন হচ্ছেন। দুর্ঘটনার সংখ্যাও ক্রমেই বাড়ছে। প্রাণহানির ঘটনা ঘটছে। অবিলম্বে এই ব্যাপারে হাইকোর্টের হস্তক্ষেপ আর্জি জানিয়ে আজ মামলাটি আদালতে দায়ের করা হয়েছে।