নিজের শতরান থেকেও দলের জয়কে বেশি গুরুত্ব দিয়েছেন দিল্লি ক্যাপিটালসের ( Delhi Capitals) ব্যাটার ডেভিড ওয়ার্নার (David Warner)। এমনটাই জানালেন দিল্লির আরেক ক্রিকেটার রভমান পাওয়েল (Rovman Powell )। ম্যাচ শেষে পাওয়েল বলেন, অস্ট্রেলীয় ব্যাটার নিজের শতরানের থেকেও বেশি গুরুত্ব দিয়েছেন দলের মোট রানকে।
বৃহস্পতিবার আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলেন ওয়ার্নার-পাওয়েল জুটি। তাদের ব্যাটিং-এর কারণে ২১ রানে হারের মুখ দেখে হায়দরাবাদ। শেষ ওভার শুরু হওয়ার আগে নিজেদের মধ্যে কথা বলছিলেন দিল্লির দুই ব্যাটার। সে সময়ই ওয়ার্নারকে শতরান পূর্ণ করার প্রস্তাব দেন পাওয়েল।
এই নিয়ে পাওয়েল বলেন,” ওভার শুরুর আগে আমি ওয়ার্নারকে জিজ্ঞেস করেছিলাম, ‘তুমি কি একটা খুচরো রান চাও? তাহলে তুমি শতরানের জন্য চেষ্টা করতে পারবে।’ ও আমাকে বলে, ‘শোন, এ ভাবে ক্রিকেট খেলা যায় না। তোমার যতটা বেশি রান তোলার চেষ্টা করা উচিত। দলের যেটা ভালো সেটা করো। ওয়ার্নারের কথা শুনে আমি সেই চেষ্টাই করেছি।”
আরও পড়ুন:Delhi Capitals: দিল্লির কাছে হার, হারের কারণ হিসাবে কী ব্যাখ্যা দিলেন হায়দরাবাদ অধিনায়ক?