৬মাস পরে খুলল কেদারনাথের মন্দির, কয়েক কুইন্টাল ফুলে সেজেছে মন্দির

0
2

অপেক্ষার অবসান। ৬মাস পরে খুলে গেল কেদারনাথের মন্দির (Kedarnath Temple)। শুক্রবার, সকাল ৬টা ২৫মিনিটে খুলেছে কেদারনাথ মন্দিরের দরজা। বিধি মেনে পুজোপাঠের আয়োজন করা হয়েছিল। শৈব মতে পঞ্চমুখী শিবলিঙ্গের পুজো হয়েছে। কয়েক কুইন্টাল ফুলে সেজেছে মন্দির (Temple) চত্বর। উপস্থিত ছিলেন উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Puskar Singh Dhami)। পুজো দেন তিনি। বলেন, কেদারনাথের দরজা খুলেছে এটা বড় দিন। দুই বছর পর চারধাম যাত্রা শুরু হয়েছে বলে জানান ধামি।

শীতের সময় ৬মাসের জন্য বন্ধ হয়ে যায় কেদারনাথের মন্দির। সেই মতো এবারও নভেম্বরে মন্দিরের দরজা বন্ধ হয়। ৩ মে খুলেছে গঙ্গোত্রী যমুনোত্রী। এদিন খুলল কেদাননাথ মন্দির। ৮ তারিখ খুলবে বদ্রীনাথের মন্দির। প্রথমদিনই বিপুল ভক্ত সমাগম ঘটে কেদারনাথ  মন্দিরে।