কাশীপুরে মৃত যুবকের মা-কে নিয়ে হাইকোর্টে বিজেপি, ময়নাতদন্ত রদের আর্জি

0
2

কাশীপুরে “যুবমোর্চা নেতা”র রহস্যজনক মৃত্যুর ঘটনায় এবার কলকাতা হাইকোর্টে কড়া নাড়ল বিজেপি। জানা গিয়েছে, ময়নাতদন্ত আপাতত বন্ধ রাখার আর্জি জানিয়েছেন নিহত যুবকের মা। এই ঘটনার মামলা গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট। কাশীপুরে মৃত বিজেপি কর্মী অর্জুন চৌরাসিয়ার মা’কে নিয়ে হাইকোর্টের উদ্দেশে রওনা দেন বিজেপির আইনজীবী নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। যদিও অর্জুনের মা-কে গাড়িতে তোলার সময় প্রিয়াঙ্কা জানান, তাঁকে নিয়ে হাসপাতালে যাচ্ছেন।

অন্যদিকে, হাইকোর্টে মামলায় বিষয়টিকে কটাক্ষ করেন তৃণমূল বিধায়ক অতীন ঘোষ। তাঁর দাবি, মৃত যুবকের মায়ের এই মুহূর্তে যা মানসিক অবস্থা তাতে তিনি মালমা করার জায়গায় নেই। বিজেপি জোর করে এটা করছে। দেখছে হবে মামলার আবেদনে আদৌ মৃতের মায়ের স্বাক্ষর রয়েছে কিনা।

অন্যদিকে, কাশীপুরে যুবকের মৃতদেহ সামনে আসার পর প্রায় ৬ ঘন্টার চেষ্টায় বিক্ষোভ সরিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাতে হয় পুলিশকে।

উল্লেখ্য, আজ শুক্রবার সকালে টালা ব্রিজ সংলগ্ন কাশীপুর রেল কলোনি এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে বিজেপি যুবমোর্চা নেতা বছর ছাব্বিশের অর্জুন চৌরাশিয়ার দেহ উদ্ধার হয়। পরিবার ও বিজেপি সমর্থকদের দাবি খুন করা হয়েছে অর্জুনকে। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, কলকাতায় পা রেখেই মৃত যুবমোর্চা নেতার কাশীপুরের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে কথা বলতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আরও পড়ুন:বিয়ের মরশুমে সুখবর, ফের দাম কমল সোনা- রুপোর