Bengal: বাংলা দলের জন্য বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করল আইএফএ, আমন্ত্রণ জানাল ইস্টবেঙ্গল

0
3

শুক্রবার বাংলা (Bengal) দলের জন্য বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করলেন আইএফএ সহ-সভাপতি পার্থসারথি গঙ্গোপাধ্যায়। সন্তোষ ট্রফিতে (Santosh Trophy) ভালো খেলেছে দল। অল্পের জন‍্য হাতছাড়া হয়েছে ট্রফি। আবার বৃহস্পতিবার প্রস্তুতি ম‍্যাচে এটিকে মোহনবাগানকে হারিয়েছে মনোতোষ চাকলাদার, দীলিপ ওরাঁওরা। আর শুক্রবারই বাংলা দলের জন‍্য বিশেষ আয়োজন করলেন আইএফএ সহ-সভাপতি। কোচ রঞ্জন ভট্টাচার্য‍‍্য-সহ বাংলার গোটা দলই এই মধ্যাহ্নভোজে হাজির ছিল। ছিলেন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়ও।

এদিন সোনারপুরের একটি বেসরকারি স্কুলে মিলিত হয়েছিলেন বাংলার ফুটবলাররা। সন্তোষ ট্রফি খেলে ফেরার পর বাংলার ফুটবলাররা সহ-সভাপতির কাছে আবেদন করেছিলেন একটি মধ্যাহ্নভোজের। সেই আবেদনে সাড়া দিয়েই মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। সেখানে ভাত, ডাল, তরকারি এবং তিন রকমের মাছের ব্যবস্থা ছিল। পরে স্কুলের ছেলেমেয়েদের সঙ্গে ছবিও তোলা হয়। এমনটা জানান হল আইএফএ-এর পক্ষ থেকে।

এদিকে সন্তোষ ট্রফিতে ভালো পারফরম্যান্স করার জন‍্য বাংলা দল-সহ আইএফএ চা-চক্রে আমন্ত্রণ জানাল ইস্টবেঙ্গল।

আরও পড়ুন:Delhi Capitals: নিজের শতরান নয়, দলের জয় ওয়ার্নারের কাছে আগে, জানালেন পাওয়েল