কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দু’দিনের বঙ্গ সফরের আজ শেষদিন। এদিন সকালে তিনি প্রথমে ভারত-বাংলাদেশ সীমান্তের তিনবিঘা করিডর পরিদর্শন করেন। যদিও নির্ধারিত সময়ের প্রায় দেড়ঘন্টা পর শুক্রবার বেলা ১১টা নাগাদ হেলিকপ্টারে অমিত শাহ তিনবিঘা করিডরে পৌঁছান। সেখান তিনি বিএসএফের কনফারেন্স হলে প্রায় এক ঘণ্টাখানেক বৈঠক করেন। জানা গিয়েছে, এই বৈঠকে উপস্থিত ছিলেন বিএসএফের ডিজি, এডিজি, আইজি এবং ডিআইজি পদমর্যাদার আধিকারিকরা। বৈঠক শেষে শাহ তিনবিঘা করিডর ঘুরে দেখেন।
আরও পড়ুন: কাশীপুর : প্রায় ৬ ঘন্টার চেষ্টায় মৃত যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাল পুলিশ
সেখান থেকে গিঘাবাড়ি সীমান্ত ছাউনিতে গিয়ে বিএসএফ জওয়ানদের সঙ্গেও দেখা করেন তিনি। অমিত শাহের সঙ্গে ছিলেন তাঁর ডেপুটি কোচবিহারের সংসদ সদস্য তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তবে এদিনও বিতর্ক উসকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএসএফের বৈঠকে হাজির ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তিনবিঘা করিডর পরিদর্শনের পর সেখান থেকে দুপুর আড়াইটা নাগাদ কলকাতা বিমানবন্দরে পা রাখেন অমিত শাহ। তবে দলীয় কর্মীর রহস্য মৃত্যুর ঘটনায় অমিত শাহ বিমানবন্দরে তাঁকে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মীদের সমস্ত সংবর্ধনার কর্মসূচি আগেই বাতিল করে দেন। বিমানবন্দর থেকে তিনি সোজা মৃত যুবমোর্চা নেতা অর্জুন চৌরাশিয়ার মৃত্যুর ঘটনাস্থলে এসে পৌঁছায়। সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও নিশীথ প্রামানিক। এবং যে জায়গা থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছিল সেই পরিতক্ত ঘরেও যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মৃত যুবমোর্চার নেতা অর্জুনের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন অমিত শাহ।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.