সৈকত রাজ্যে তৃণমূলকে(TMC) আরও শক্তিশালী করে গড়ে তুলতে সংগঠনে বড় বদল আনল তৃণমূল। গোয়ায়(Goa) তৃণমূল পর্যবেক্ষকের দায়িত্বে থাকা মহুয়া মৈত্রকে(Mohua Moitra) সরিয়ে তাঁর জায়গায় আনা হল প্রাক্তন সাংসদ কীর্তি আজাদকে(Kirti azad)। বুধবার তৃণমূলের তরফে আনুষ্ঠানিকভাবে এই তথ্য প্রকাশ্যে আনা হয়েছে।

গোয়া বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয় মহুয়া মৈত্রকে। পাশাপাশি তাঁর সহকারী পর্যবেক্ষকের দায়িত্বে আনা হয় সুস্মিতা দেব ও সৌরভ চক্রবর্তীকে। নির্বাচনের আগে গোয়ায় কার্যত কাটি কামড়ে পড়েছিলেন দায়িত্বপ্রাপ্ত এই নেতৃত্বরা। সৈকত রাজ্যে অল্প কয়েকদিনের সংগঠনে সেভাবে সাফল্য আসেনি তৃণমূলের। এই পরিস্থিতিতে সংগঠনকে জোরদার করতে গোয়ায় নতুন পর্যবেক্ষপক নিয়োগ করল তৃণমূল। বুধবার তৃণমূলের তরফে জানানো হয়েছে, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কীর্তি আজাদকে দলের গোয়ার পর্যবেক্ষক করার সিদ্ধান্তে স্বীকৃতি দিয়েছেন। প্রসঙ্গত, গোয়ায় বিধানসভা নির্বাচনের পর মহুয়া মৈত্রকে দায়িত্ব থেকে অব্যহতি দেয় তৃণমূল। এরপর কিছুদিন গোয়ায় পর্যবেক্ষকের দায়িত্ব সামলাচ্ছিলেন হরিয়ানার নেতা অশোক তানওয়ার। এবার আনুষ্ঠানিকভাবে গোয়া তৃণমূলের পর্যবেক্ষকের দায়িত্ব তুলে দেওয়া হল কীর্তি আজাদের কাঁধে।

















































































































































