ফের একবার অন্ডালগামী স্পাইসজেটের বিমানে বিপত্তি। মাঝ আকাশে বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে সেটি অন্ডাল না এসে বিমানটি ফের চেন্নাইতেই ফিরে যায়। স্পাইসজেটের SG-331 উড়ানটি গতকাল সন্ধ্যা ৭টা ৪০ মিনিট নাগাদ উড়েছিল। বিমানটি উচ্চতায় ওঠার সময় দুই নম্বর ইঞ্জিনের জ্বালানির ফিল্টার বাইপাস লাইট জ্বলে ওঠে। এরপরই পাইলট ইঞ্জিনটিকে বন্ধ করে দেন মাঝ আকাশে। এরপর ৭টা ৪৫ মিনিট নাগাদ বিমানটি চেন্নাই বিমানবন্দরেই অবতরণ করে। এর জেরে ডিজিসিএ-র তরফে বোয়িং B737-8 ম্যাক্স বিমানটি বসিয়ে দেওয়া হয়ে।
আরও পড়ুন:ধর্ষণের অভিযোগ জানাতে থানায় যেতেই নাবালিকাকে ধর্ষণ করল পুলিশ
প্রসঙ্গত, এর আগে রবিবার সন্ধেবেলায় মুম্বই থেকে উড়ে আসা অন্ডালগামী বিমানে ঝাঁকুনির জেরে আহত হন ১৪ জন যাত্রী এবং এক বিমানকর্মী সহ মোট ১৫ জন। তাঁদের মধ্যে দশজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। টার্বুলেন্সে পড়ে বিমানের ভিতরে ছাদের অংশ খসে পড়ে। সিট বেল্ট ছিঁড়ে যায় যাত্রীর। ওই ঘটনায় স্পাইসজেট বিমানের কর্মীদের বসিয়ে দেওয়া হয় ডিরেক্টরেট অফ সিভিল অ্যাভিয়েশনের তরফে। তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাঁরা কাজে যোগ দিতে পারবেন না। পাশাপাশি এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার এবং স্পাইসজেটের রক্ষণাবেক্ষণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদেরও বসিয়ে দেওয়া হয়েছে । এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বিপত্তি সেই স্পাইসজেট বিমানে। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.