জালিয়াতির জের! ৬ ফুট বাই ১২ ফুটের কুটুরিতে ইঁদুরদের সঙ্গে রাত কাটাচ্ছেন বরিস বেকার

0
1

মাত্র সতেরো বছর বয়সে উইম্বলডন চ্যাম্পিয়ন হয়ে টেনিসবিশ্বকে চমকে দিয়েছিলেন। ৩৭ বছর পর সেই ইংল্যান্ডের কুখ্যাত ওয়ান্ডসওয়ার্থ জেলে বন্দি রয়েছেন বরিস বেকার। ১৮৯৫ সালে বিশ্ববিখ্যাত কবি অস্কার ওয়াইল্ডও এই জেলে বন্দি ছিলেন। ব্রিটিশ মিডিয়ার খবর, জেলে ঢোকার পর বেকারকে প্রথমে নিয়মমাফিক পুরোপুরি নগ্ন করে তল্লাসি নেওয়া হয়। এরপর তাঁর জন্য ঠিক করে রাখা সেলে পাঠিয়ে দেওয়া হয়।
ছ’টি গ্র্যান্ড স্ল্যাম খেতাবজয়ী জার্মান টেনিস কিংবদন্তির ঠিকানা আপাতত এই জেলেরই ছ’ফুট বাই ১২ ফুটের একটি কুঠুরি। যে বিলাসবহুল জীবনযাপন তিনি করতেন, তার তুলনায় এই ঘর বেকারের কাছে নরক দর্শনের মতোই অভিজ্ঞতা। ভগ্নপ্রায় এই জেলের পরিস্থিতি রীতিমতো শিউরে ওঠার মতো। জায়গা কম থাকার জন্য কয়েদিদের গাদাগাদি করে রাখা হয়েছে বিভিন্ন সেলে। প্রায়ই নিজেদের মধ্যে মারামারিতে জড়িয়ে পড়ে এই কয়েদিরা। গোটা জেলে রাজত্ব চালাচ্ছে ধেড়ে ধেড়ে ইঁদুরের দল!

বেকারকে আলাদা একটি ঘরে রাখা হয়েছে। ছোট হলেও এই ঘরের মেঝে কংক্রিটের। একটি শৌচাগারও রয়েছে ঘরের সঙ্গে। তবে সেটাও অপরিচ্ছন্ন। বিছানা থাকলেও, আলাদা করে কোনও কম্বল দেওয়া হয়নি বেকারকে। একটি কম্বল রয়েছে, যা বিছানায় বিছিয়ে শুতে হচ্ছে।

আরও পড়ুন- Indian Cricket: ইংল্যান্ডকে টপকে আইসিসি টি-২০ ব়্যাঙ্কিংয়ে শীর্ষে ভারত