বাইরে থেকে কেউ কেউ বাংলার সম্প্রীতি ভাঙার চেষ্টা করছে, রেড রোডে ঈদের অনুষ্ঠানে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর

0
1

‘দেশে বিভাজনের রাজনীতি চলছে। কিন্তু আমরা মাথা নত করব না।’ মঙ্গলবার ঈদের দিনে রেড রোডে এসে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি বলেন,  “যতদিন বেঁচে থাকব মানুষের পাশে থাকবে। সব ধর্মের জন্য কাজ করে যাব। আপনারা ভালো করে ইদ পালন করুন ।”




আরও পড়ুন:আজ অক্ষয় তৃতীয়া, কী করবেন এই শুভ দিনটিতে জেনে নিন


ঈদের দিন সকাল থেকে বৃষ্টিতে ভিজেছে তিলোত্তমা। তারই মধ্যে নামাজে সামিল হয়েছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। এদিন সকালে রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজির হয়ে ঈদের শুভেচ্ছা জানান। পাশপাশি হিন্দু-মুসলিম সম্প্রীতির বার্তা দিয়ে বলেন, , “সম্প্রীতি বজায় রাখুন। আমাদের এক থাকতে হবে। বাইরে কেউ কেউ আমাদের সম্প্রীতি ভাঙার চেষ্টা করবে। তাঁদের কথায় কান দেবেন না। সবসময় এক হয়ে থাকবেন। দেখুন, সূর্যও উঠে গেল। সূর্য হাসছে। ওঁরা আমাদের সম্প্রীতি দেখে হিংসে করে। ওঁরা এই শান্তি-সম্প্রীতি দেখতে পারে না। ওঁদের মনোবাঞ্ছা পূরণ হতে দেবেন না।তৃণমূল সরকারের হাত ধরে সকলের জন্য সত্যিকারের আচ্ছে দিন আসবেই।”


রেড রোডের মঞ্চ থেকে এদিন নাম না করে কেন্দ্রকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, “দেশের অবস্থা ঠিক নয়। ধর্মের নামে হিংসা ছড়ানোর চেষ্টা চলছে সর্বত্র। বিভাজনের রাজনীতি করা হচ্ছে। কিন্তু বাংলা এভাবে ভাবে না। এখানে হিন্দু-মুসলিম-শিখ-খ্রীস্টান একসঙ্গে মিলেমিশে থাকবে। তৃণমূল সরকার থাকতে এই বিভাজনের রাজনীতি কোনওভাবেই মেনে নেওয়া হবে না’।