IPL 2022: বুধবার আইপিএলের ব্লকবাস্টার ম্যাচে ধোনি-কোহলি দ্বৈরথ

0
1

বুধবার আইপিএলে ব্লকবাস্টার ম্যাচ। পুণের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও চেন্নাই সুপার কিংস মুখোমুখি। মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলির দ্বৈরথ ম্যাচের সেরা আকর্ষণ। দুই হেভিওয়েট দলেও দূর্বলতা অনেক। আগের ম্যাচেই নেতৃত্ব বদল হয়েছে সিএসকে-তে। রবীন্দ্র জাদেজাকে অধিনায়কত্বের চাপ থেকে মুক্ত করতে ধোনি ফের নেতৃত্বের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। ধোনির নেতৃত্বে সিএসকে-ও শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে জয়ের সরণিতে ফিরেছে। ৯ ম্যাচে মাত্র তিনটিতে জিতলেও খাতায়-কলমে এখনও প্লে-অফের স্বপ্ন বেঁচে আছে সিএসকে-র। তবে ধোনিদের থেকে অনেক ভাল জায়গায় থাকলেও শেষ তিন ম্যাচ হেরেছে বিরাটদের আরসিবি।

বেঙ্গালুরু শিবিরে স্বস্তির খবর, আগের ম্যাচে গুজরাট টাইটানসের বিরুদ্ধে রানে ফিরেছেন বিরাট। এবারের টুর্নামেন্টে প্রথম অর্ধশতরান করলেও হার্দিক পান্ডিয়াদের কাছে হারতে হয়। ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে আরসিবি। বাকি চার ম্যাচের মধ্যে বিরাট, ডুপ্লেসিদের অন্তত তিনটি ম্যাচ জিততে হবে প্লে-অফ নিশ্চিত করতে হলে। ধারাবাহিকতার অভাব দুই দলেরই। আরসিবি-র টপ অর্ডার ব্যাটিং ও ডেথ ওভার বোলিংয়ে যেমন খামতি আছে, সিএসকে-র বোলিং বিভাগ সব থেকে উদ্বেগের জায়গা দলের কাছে। একাধিক সমস্যার মধ্যেই বুধবার নতুন পরীক্ষায় বসছে দুই দল।

আরও পড়ুন- ভারতীয় মহিলাদের স্বামীর প্রতি অধিকারবোধ প্রবল, জানাল এলাহাবাদ হাইকোর্ট