জার্মানি গিয়ে রাশিয়ার নিন্দায় সরব মোদি

0
1

এই প্রথমবার ইউক্রেন -রাশিয়া যুদ্ধে মস্কোর পদক্ষেপের সমালোচনা করল ভারত। সোমবার জার্মানি সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ভারত শান্তির পক্ষে। যুদ্ধের ইতি টানার পক্ষে। কারণ, ইউক্রেনের যুদ্ধে কেউই জয়ী হবে না। ভারত ইউক্রেনে হামলার জন্য রাশিয়ার নিন্দা করছে।

কার্যত এই প্রথমবার আন্তর্জাতিক মঞ্চে দাড়িয়ে ভারত ইউক্রেনের পক্ষ নিল । রাশিয়ার নিন্দা করল এই ঘটনায় ইতিমধ্যেই গুঞ্জন ছড়িয়েছে বিশ্বের দরবারে। মোদির এই মধ্যম পন্থা কূটনীতি নিয়ে আমেরিকা-সহ পশ্চিমী দুনিয়ার কয়েকটি দেশ সমালোচনাও শুরু করেছে। এদিন বার্লিনে জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা হয় ভারতের প্রধানমন্ত্রীর।