নয়া ভূমিকায় প্রশান্ত কিশোর! শীঘ্রই শুরু ‘জন সূরয’-র অভিযান

0
3

একটা ছোট্ট টুইট। তারপরই শুরু হয়েছে পিকের নতুন মঞ্চ করার জল্পনা। কিন্তু আদৌ কী নয়া মঞ্চ গড়তে চলেছেন ভোটকুশলী তথা আইপ্যাকের কর্ণধার প্রশান্ত কিশোর? সপ্তাহের শুরুতে একটি টুইট ঘিরে শুরু হয়েছে জল্পনা। কী এমন লিখলেন পিকে?


আরও পড়ুন:কাউকে কোভিড টিকা নিতে বাধ্য করা যাবে না, নির্দেশ সুপ্রিম কোর্টের

টুইটে পিকে লিখেছেন, ‘গণতন্ত্রের তাৎপর্যপূর্ণ অংশ হয়ে ওঠার পথে ১০ বছর ধরে চলল আমার যে অন্বেষণ। তবে এ বার সরাসরি ‘প্রকৃত ঈশ্বর’ অর্থাৎ জনতা জনার্দনের দরবারে যাওয়ার সময় এসেছে। গণতন্ত্রকে আরও কাছ থেকে বোঝার সময় এসেছে।’পাশাপাশি ‘জন সূরয’ বলে একটি নামেরও উল্লেখ করেছেন প্রশান্ত কিশোর। শেষে হিন্দিতে জুড়েছেন, আরও তিনটি শব্দ— ‘শুরুয়াৎ বিহার সে’। অর্থাৎ বিহার থেকে খুব শীঘ্রই তাঁর মঞ্চের যাত্রা শুরু হতে চলেছে।

প্রশান্ত কিশোরের এই মঞ্চ গঠন নিয়ে তৃণমূলের তরফে সাফ জানানো হয়েছে, আগের মতো তৃণমূলের ভোটকুশলী হয়েই দলে থাকবেন প্রশান্ত কিশোর। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একথা স্পষ্ট করেছেন। প্রশান্ত কিশোরের তৃণমূলে সহযোগিতা আছে এবং পরেও থাকবে। মঞ্চ করলে সেটা একেবারেই প্রশান্ত কিশোরের নিজস্ব পদক্ষেপ।


অন্যদিকে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, কত দল এদেশে হয়েছে আর কত দল কালের গতিতে বিলীন হয়ে গিয়েছে, তার হিসেব করলে লিস্ট তৈরি করা যাবে। তাই এই বিষয়টিকে গুরুত্ব দিতে চাই না।

অন্যদিকে কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী বলেন, কেউ কোনও মঞ্চ গড়বেন, সেটা তাঁর ব্যক্তিগত বিষয়। করতেই পারেন। তবে কোনও দলের সঙ্গে থেকে কাজ করা এবং নিজের একক মঞ্চ তৈরি করে কাজ করার মধ্যে অনেক পার্থক্য রয়েছে।