গ্রেফতার করা হতে পারে ইমরান খানকে , ঘোষণা পাক স্বরাষ্ট্রমন্ত্রীর

0
3

খুব শীঘ্রই পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করা হতে পারে। সোমবার এ কথা জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লা। ইমরান খানের বিরুদ্ধে ধর্মদ্রোহের অভিযোগ আনা হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ধর্মদ্রোহের অভিযোগে মামলা রুজু করা হয়েছে। সেই মামলার প্রেক্ষিতেই গ্রেফতার করা হবে ইমরানকে । এমনটাই জানিয়েছেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী।

সম্প্রতি পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের তীর্থশহর মদিনায় গিয়েছিলেন। সে সময় কিছু ব্যক্তি শরিফ এবং তাঁর ‘চোর’ বলেন। অভিযোগ উঠেছে যে ইমরানের নির্দেশেই তাঁর সমর্থকেরা পবিত্র মদিনার মাটিতে রাজনৈতিক স্লোগান দিয়েছে। এই প্রেক্ষিতেই ইমরানের বিরুদ্ধে রাজদ্রোহের মামলা হয়েছে। আর খুব শীঘ্রই গ্রেফতার করা হতে পারে ইমরানকে।