- অমিত শাহের বাংলায় আসার আগেই বিজেপিতে অস্বস্তিতে! বারাসাতের দলীয় পদত্যাগ করলেন ১৫ জন বিজেপি নেতা ।
- আরও স্বস্তি দেবে বৈশাখী। আজও দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া।
- বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয়র শপথ ঘিরে শুরু হয়েছে নতুন তরজা। শপথের দায়িত্ব দিয়েছেন ডেপুটি স্পিকারকে দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়।আশিস বন্দ্যোপাধ্যায়। তবে ডেপুটি স্পিকার সাফ জানিয়ে দেন তিনি শপথবাক্য পাঠ করাতে পারবেন না। কারণ, রাজ্যপালের নির্দেশ মতো তিনি শপথবাক্য পাঠ করালে পরোক্ষে বিধানসভার স্পিকারকে অপমান করা হবে।
- কাজে যোগ দেওয়ার প্রথম দিনে উন্নাওয়ে নার্সকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। ঘটনায় নিন্দায় সরব হয়েছে রাজনৈতিক মহল। তৃণমূলের তরফে একটি টুইটে লেখা হয়, “যোগী আদিত্যনাথ দেখুন মহিলার উপরে হওয়া ঘৃণ্য অপরাধ নিয়ে কোনও তদন্তই হল না। জাতীয় মানবাধিকার কমিশন কি ঘুমোচ্ছে?”
- মাঝ আকাশে হটাৎ ঝড়ের কবলে যাত্রীবাহী বিমান। ছোটখাটো দুর্ঘটনার কবলে মুম্বই থেকে দুর্গাপুর অন্ডালগামী বিমান। বিমানে যাত্রী ছিলেন ১৮৫ জন। জানা গিয়েছে, তাঁদের মধ্যে আহত ৪০ জন যাত্রী।
- সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর কেরল শাখার রাজ্য কমিটিতে জায়গা পেলেন এক রূপান্তরকামী । নাম লায়া মারিয়া জেসন । ২০১৯ সালে যুব সংগঠনের প্রাথমিক সদস্য হয়েছিলেন তিনি। এ বার তাঁকে যুব সংগঠনের রাজ্য কমিটিতে আনা হল।
- ফের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং । রাজ্যের পাটশিল্পে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে অর্জুনের বিক্ষোভ দমাতে শনিবার তাঁকে দিল্লি তলব করেন পীযূষ গোয়েল। রাতেই কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বিজেপি সাংসদ। কিন্তু রবিবার বেসুরো অর্জুন। সাফ জানালেন, “ললিপপ নিয়ে আমি রাজনীতি করি না”।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.