মে দিবসের সকালে তৃণমূলের (TMC) যুবনেতা দেবাংশু ভট্টাচার্যের (Debanshu Bhattacharya) একটি ফেসবুক পোস্ট (Facebook Post) ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। কেন এই ধরনের পোস্ট করলেন দেবাংশু? যে ব্যাখ্যায় তিনি দিন না কেন, তা নিয়ে বিস্তর জলঘোলা হতে থাকে। বিতর্কের মুখে অবশেষে নিজের পোস্টটি ডিলিট করেছেন তিনি। কেন ডিলিট করেছেন তাঁর কারণও ফেসবুকে জানিয়েছেন দেবাংশু। লিখেছেন,
“শেষ পোষ্টের অর্থ হয়ত ঠিকঠাক বোঝাতে পারিনি। অকারণ বিতর্ক হচ্ছে। তাই পোস্ট ডিলিট করলাম।কর্মীরাই দলের সম্পদ। সবাইকে নিয়ে চলতে হবে। তৃণমূল কংগ্রেস শৃঙ্খলাবদ্ধ দল। দলের সিদ্ধান্তের উপর ভরসা রাখতে হবে।
এই দলে কর্মীদের স্বার্থ সবার আগে দেখা হয়। কারণ, এই দলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়।”

তৃণমূল সরকারের ১১ বছর বর্ষপূর্তির আগের দিনই দেবাংশু ভট্টাচার্যের ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক দানা বাঁধে। পোস্টের ব্যাখ্যায় দেবাংশু স্পষ্ট জানান, গত বছর ২ মে বিধানসভা ভোটের ফল প্রকাশ হয়। যখন দল আবার ক্ষমতা এসেছে, অনেকেই দলে যোগ দিয়েছেন। কিন্তু তিনি যাই বলুন না কেন, বিতর্ক চলতেই থাকে। শেষ পর্যন্ত আগের পোস্ট ডিলিট করে দেবাংশু স্পষ্ট জানান, তৃণমূল কংগ্রেস শৃংখলাবদ্ধ দল। দলের সিদ্ধান্তের উপর ভরসা রয়েছে। এ দলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেকারণে কর্মীদের স্বার্থ সবার আগে দেখা হয়। আপাতত দেবাংশুর এই পোস্ট বিতর্কে জল ঢালল বলেই মত রাজনৈতিক মহলের।


































































































































