ধর্ষণের পর হত্যার অভিযোগ উন্নাওয়ে! হাসপাতালে নার্সের ঝুলন্ত দেহ উদ্ধার

0
1

ফের শিরোনামে যোগী রাজ্যের উন্নাও। এবার চাকরির প্রথম দিনেই হাসপাতালের ঘর থেকে উদ্ধার হল নার্সের দেহ। শনিবারের এই ঘটনাকে ঘিরে ফের নতুন করে উত্তেজনা ছড়াল উন্নাওয়ের একটি বেসরকারি হাসপাতালে। মৃতার পরিবারের অভিযোগ, তাঁদের মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ঘটনায় একটি FIR দায়ের করেছে মৃতার পরিবার।


আরও পড়ুন:বিদ্যুৎ সঙ্কট : দ্রুত কয়লা পৌঁছে দিতে বাড়ানো হচ্ছে মাল গাড়ির গতি- পরিবহন ক্ষমতা


হাসপাতাল সূত্রের খবর, উন্নাওয়ের নিউ জীবন হাসপাতালে শুক্রবার কাজে যোগ দিয়েছিলেন এক জন নার্স। শনিবারই হাসপাতালের একটি ঘর থেকে উদ্ধার হয় ওই নার্সের ঝুলন্ত দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।এরপর  দেহটিকে উদ্ধার করে সেটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।কিন্তু ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করেনি পুলিশ।


এই ঘটনায় ফের যোগীরাজ্যে মেয়েদের নিরাপত্তার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। একটি হাসপাতালে যেখানে নার্সরা অসুস্থ রোগীদের সুস্থ করে তোলেন, সেই নার্সের মর্মান্তিক মৃত্যু কীভাবে হল? কেনই বা হল? কেনই বা ধর্ষণের অভিযোগ উঠল? ওয়াকিবহাল মহলের প্রশ্ন তাহলে কী যোগীরাজ্যে হাসপাতালও সুরক্ষিত নয়?