রাজ্যপাল জগদীপ ধনকড়ের তুঘলকি সিদ্ধান্তের বলি বালিগঞ্জের নবনির্বাচিত তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় নয়, বাবুল চাইলে ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় তাঁকে শপথ পাঠ করাতে পারেন।
কিন্তু ডেপুটি স্পিকার জানিয়েছেন, তিনি যদি শপথ পাঠ করান সেটা দৃষ্টিকটূ। স্পিকারকে অপমানের সামিল। বাবুল সুপ্রিয় নিজেও চাইছেন ডেপুটি নয়, স্পিকার নিজেই তাঁকে শপথ করান। যা নিয়ে রাজ্যপালকে উদ্দেশ করে একটি টুইটও বালিগঞ্জের মানুষের ভোটে নির্বাচিত তৃণমূল বিধায়ক বাবুল।
For the sake of the people of Ballygunge, who did not hv a MLA for several months since the demise of Subroto Mukherjee, I would request your excellency @jdhankhar1 ji to reverse the decision & allow Honble Speaker to preside over my oath taking allowing me to start my work pic.twitter.com/ol8n1oZmtp
— Babul Supriyo (@SuPriyoBabul) April 30, 2022
অন্যদিকে, টুইটে বাবুলকে পালটা জবাব দিলেন জগদীপ ধনকড়। বাবুলের আর্জি কার্যত খারিজ করে আজ, শনিবার ধনকড় জানিয়ে দেন, বালিগঞ্জের তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়কে শপথবাক্য পাঠ করাবেন বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল টুইটে লেখেন,
“ভারতীয় সংবিধানের ১৮৮ অনুচ্ছেদ অনুযায়ী আমার ক্ষমতার ভিত্তিতে ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করানোর দায়িত্ব দিয়েছি। তাঁর কাছ থেকে বাবুল শপথগ্রহণ করবেন।”
https://twitter.com/jdhankhar1/status/1520715751791165441?t=9aA8ErMm8IspBisCj4vScA&s=08
অন্যদিকে,বাবুলের দাবি সংবিধানের সঙ্গে একেবারেই মানানসই নয় রাজ্যপাল। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অবশ্য বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। তবে রাজনৈতিক মহল রাজ্যপালের এমন অদ্ভুত সিদ্ধান্তে হতবাক। প্রশ্ন উঠছে, রাজ্যপালও রাজনৈতিক নেতাদের মতো প্রতিহিংসার পথে হেঁটে নিজের চেয়ারের গুরুত্ব নষ্ট করছেন না তো?
আরও পড়ুন- DYFI Kerala: পথ দেখাল কেরল, প্রথমবার সিপিএমের যুব সংগঠনের রাজ্য কমিটিতে রূপান্তকামী লায়া