কালবৈশাখীর অনুকূল পরিবেশ, রবিবার থেকে ঝড় -বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে

0
1

অসহ্য গরম থেকে এবার মুক্তি। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে রাজ্যজুড়ে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যদিও শুক্রবার রাতে তিলোত্তমার কোথাও কোথাও সামান্য ছিটে ফোঁটা বৃষ্টি হয়েছে । কিন্তু গরম কমার মত বর্ষণ হয়নি । তার জন্য অপেক্ষা করতে হবে আরো একটা দিন।

 

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার থেকে রাজ্যে তৈরি হতে চলেছে কালবৈশাখীর অনুকূল পরিস্থিতি। আগামিকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়াও বইতে পারে।