কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে মিছিল তৃণমূল কংগ্রেসের

0
8

মোদি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress)। শনিবার বিকেলে রাজাবাজার (Rajabajar) থেকে শ্যামবাজার (Shyambazar) পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী সহ সর্মথকরা। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি, বেকারত্ব বৃদ্ধি এবং বিজেপি শাসিত রাজ্য গুলির আইনশৃঙ্খলার অবনতি সহ একাধিক ঘটনার প্রতিবাদে মিছিল করল তৃণমূল কংগ্রেস (TMC)।

যুব তৃণমূল কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের তরফে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, যুব সংগঠনের সভানেত্রী সায়নী ঘোষ, শ্রেয়া পান্ডে, জয়া দত্ত, সুদীপ রাহা, দেবাংশু ভট্টাচার্য, শক্তিপ্রতাপ সিং সহ একাধিক নেতা নেত্রীরা।

আইনের উর্ধ্বে কেউ নয়, অপরাধীরা পালাতে পারবে না: এসপি কার্যালয়ের উদ্বোধনে স্পষ্ট বার্তা অভিষেকের

মিছিলে দ্রব্যমূল্য সহ কেন্দ্রীয় সরকারের একাধিক জনবিরোধী নীতির বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। এদিন মিছিল চলাকালীন দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya) বলেন, “মানুষ বিজেপি সরকারকে ছুড়ে ফেলে দিতে চায়। মানুষ তার জন্য বদ্ধপরিকর। গ্যাসের দাম, তেলের দাম, পেট্রোল-ডিজেলের দাম হু হু করে বাড়ছে। সেই কারণে মানুষ পরিত্রান চাইছে। স্বাধীনতার লড়াইয়ে বাংলা থেকে শুরু হয়েছিল। মোদির ঘটি উল্টানোর লড়াইও বাংলা থেকে শুরু হয়েছে।”