অবশেষে স্বস্তি, শনি-সন্ধেয় কলকাতা, হাওড়া, হুগলি-সহ ২ চব্বিশ পরগনায় কালবৈশাখী

0
1

অবশেষে হাঁসফাস গরম থেকে স্বস্তি। অবশেষে শনি-সন্ধেয় এলো কাঙ্খিত কালবৈশাখীর। কলকাতা (Kolkata), হাওড়া, হুগলি-সহ ২ চব্বিশ পরগনায় বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টি (thunderstrom)হতে পারে বলে আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weather Department)।

ইতিমধ্যেই পুরুলিয়া, বাঁকুড়া-সহ বেশ কিছু জায়গায় ঝড়ো হাওয়া বইছে। হয়েছে বৃষ্টিও। এরপরেই এদিন সন্ধেয় প্রায় ৪০কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। সঙ্গে বৃষ্টিও শুরু হয়।

কয়েকদিন ধরেই হাওয়া অফিসের পূর্বাভাস থাকলেও, দক্ষিণবঙ্গে ছিটেফোঁটার বেশি বৃষ্টি জোটেনি। সঙ্গে ছিল একটু হাওয়া। শনি-সন্ধেয় দহন থেকে মুক্তিতে খুশি দক্ষিণবঙ্গবাসী।