রাজ্য সরকারের স্কুলশিক্ষা বিশেষজ্ঞ কমিটিতে রদবদল করলেন শিক্ষামন্ত্রী 

0
1

রাজ্য সরকারের স্কুলশিক্ষায় বিশেষজ্ঞ কমিটিতে রদবদল করা হল। পুরনো কমিটি ভেঙে নতুন করে গড়লেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বাদ গেলেন পুরনো কমিটির একাধিক সদস্য। নতুন কমিটির মেয়াদ একবছর। প্রতিটি বিষয়ে একজন করে মেন্টর। স্কুলশিক্ষার সিলেবাস সংক্রান্ত যাবতীয় কাজ করবে এই বিশেষজ্ঞ কমিটি। যাবতীয় পরিমার্জন ,পরিবর্ধন ও সংস্কারের দায়িত্ব থাকবে এই কমিটির উপরেই।

কিন্তু হঠাৎ কেন এই রদবদল? কেন্দ্রীয় শিক্ষানীতির পাল্টা নিজস্ব শিক্ষানীতি তৈরি করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশেই বিকল্প শিক্ষানীতি তৈরির কাজ শুরু হয়েছে। আর সেই লক্ষ্যেই নীতি নির্ধারণ করতে দশ সদস্যের একটি কমিটিও তৈরি করা হয়েছে। রাজ্যের পড়ুয়াদের স্বার্থ তথা বাংলার শিক্ষা ব্যবস্থার সার্বিক স্বার্থ যেন রক্ষা পায়, সেদিকেও নজর রাখতে বলা হয়েছে এই কমিটিকে । এই নির্দেশিকা প্রকাশের দু’মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্যও কমিটিকে অনুরোধ করা হয়েছে। এই কমিটির কাজ এবং লক্ষ্য হবে বিকল্প শিক্ষানীতিতে কর্মসংস্থানকে বেশি গুরুত্ব দেওয়া। কর্মসংস্থানের পাশাপাশি ছাত্রছাত্রীদের উদ্ভাবনী ক্ষমতা বাড়ানোর দিকেও বিশেষ নজর দেবেন কমিটির সদস্যরা।