Health department:কর্মচারীদের ক্যাশলেস চিকিৎসার উর্দ্ধসীমা বাড়াল রাজ্য সরকার

0
1

রাজ্য সরকারি কর্মীদের(State Government Employee) জন্য বড় সুখবর! এবার ক্যাশলেস চিকিৎসার(cashless treatment) উর্দ্ধসীমা বাড়ল, ৫০ হাজার টাকা বেড়ে গিয়ে তা দাঁড়াল ১.৫ লক্ষ টাকা। মে মাসের প্রথম দিন থেকেই এই সিদ্ধান্ত কার্যকরী হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানান হয়েছে।

কথায় আছে স্বাস্থ্যই সম্পদ, তাই সুস্থ থাকা দরকার। তবে কোনও কারণে অসুস্থ হলে পাশে আছে রাজ্য সরকার। এবার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর। স্বাস্থ্যবীমার আওতায় থাকা রাজ্য সরকারী কর্মচারীদের ক্যাশলেস চিকিৎসার উর্দ্ধসীমা বাড়িয়ে দেওয়া হল। ১ মে থেকে এই নতুন সিদ্ধান্ত কার্যকর হবে বলে সম্প্রতি অর্থ দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

রাজ্যের ১১৩২টি গ্রাম পঞ্চায়েতে তৈরি হচ্ছে কঠিন বর্জ্য ব্যবস্থাপন প্রকল্প

বর্তমানে ১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পান সরকারি কর্মচারীরা। এবার তা আরও ৫০ হাজার টাকা বেড়ে গেল। যদিও সব বেসরকারি হাসপাতালে এই সুবিধা পাওয়া যাবে না। এই ক্যাশলেসের সুবিধা সরকারি স্বাস্থ্যবিমার আওতায় থাকা বেসরকারি হাসপাতাল থেকেই পাওয়া যাবে। চিকিৎসার জন্য ভর্তি হওয়ার প্রয়োজন হলে রাজ্য সরকারি কর্মীরা এই সুবিধা পাবেন। চিকিৎসার সময় দেড় লক্ষ টাকার বেশি দরকার হলে, সেই অর্থ প্রথমে নিজেকেই দিতে হবে। পরে হাসপাতালের বিল, দফতরে জমা দিলে তা ফেরত পাওয়া যাবে। এখনও পর্যন্ত যে কর্মচারী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম অর্থাৎ স্বাস্থ্যবীমায় নাম নথিভুক্ত করাননি, তাঁরা এখনও করিয়ে নিতে পারেন।তবে স্বাস্থ্যবীমার সঙ্গে আধার লিঙ্ক করার সময়সীমা ৩০ জুন পর্যন্ত রয়েছে।