আজ ডায়মন্ড হারবার পুলিশ জেলার স্থায়ী কার্যালয় উদ্বোধনে সাংসদ অভিষেক

0
1

২০১৪ সালে প্রথমবার ডায়মন্ড হারবার লোকসভা ভোটে দাঁড়িয়ে বাজিমাত। ২০১৯ সালে তৃণমূলের তথাকথিত খারাপ ফলের মধ্যেও অনেকের ভরাডুবির মধ্যেও নিজের আসনটি দখলে রেখেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কখনও যুব সভাপতি, আবার কখনও দলের সর্বভারতীয় সম্পাদক, নির্বাচিত জনপ্রতিনিধি অভিষেক কিন্তু নিজের লোকসভা কেন্দ্রকে কোনওভাবেই অবহেলা করেননি। করোনা মহামারির সময় দরিদ্র-অসহায় মানুষের মুখে “কল্পতরু” প্রকল্পের মাধ্যমে যেমন নিখরচায় অন্ন জুগিয়েছেন, ঠিক একইভাবে MP CUP টুর্নামেন্ট করে নতুন প্রজন্মের প্রতিভাদের তুলে এনেছেন। কলকাতা লিগে খেলার জন্য গড়েছেন নতুন দল। আবার আমফান বা ইয়াসের মতো প্রাকৃতিক দুর্যোগে দাঁড়িয়েছেন ডায়মন্ড হারবারের মানুষের পাশে।

আসলে হৃদয়ে থাকা ডায়মন্ড হারবারকে উন্নয়নের শিখরে পৌঁছে দেওয়াই লক্ষ্য অভিষেকের। এবার ডায়মন্ড হারবারে হতে চলেছে পুলিশ জেলার স্থায়ী কার্যালয়। শনিবার, ৩০ এপ্রিল, দুপুর ৩টে সেই কার্যালয় উদ্বোধন করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- Bihar: ছেলেকে ছাড়াতে পুলিশ অফিসারকে ম্যাসাজ করলেন মা