সময়টা একেবারেই ভালো যাচ্ছে না, এবার খাট ভেঙে পড়লেন শুভেন্দু

0
3

সম্প্রতি সময়টা একেবারেই ভাল কাটছে না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। একের পর এক নির্বাচনে পর্যুদস্ত থেকে দলের মুষল পর্ব, প্রবল মানসিক চাপে রয়েছেন দলবদল বিজেপি নেতা শুভেন্দু।

শুধু মানসিক চাপ নয়, শারীরিক ধকলও যাচ্ছে শুভেন্দুর। কিছুদিন আগে বীরভূমের সিউড়িতে পুলিশের ব্যারিকেড পড়ে পায়ে আঘাত পেয়েছিলেন বিরোধী দলনেতা। সেই সময় স্থানীয় নার্সিংহোমে তাঁর পায়ের চিকিৎসা করাতে হয়। এরপর বাঁকুড়ার তালডাঙরাতে গিয়ে কার্যত তাড়া খান তিনি। এবার খাট ভেঙে পড়ে গেলেন শুভেন্দু!

আজ, শুক্রবার ময়নাগুড়িতে নির্যাতিতা ও আত্মঘাতী নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে এমনই বিপত্তির সম্মুখীন হতে হয় তাঁকে। এদিন নির্যাতিতা নাবালিকার বাড়িতে গিয়ে ঘরে ঢুকে খাটে বসতেই তা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। আচমকা এমন ঘটনায় হকচকিয়ে যান শুভেন্দু নিজেই। এরপর তাঁকে ভাঙা খাট থেকে পাঁজা করে তুলতে হয়। যদিও তিনি গুরুতর আঘাত পাননি বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন- উত্তর ২৪ পরগণার একমাত্র গ্রাম পঞ্চায়েতও হাতছাড়া হল বিজেপির