Pv Sindhu: এশিয়া চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে সিন্ধু

0
6

ব্যাডমিন্টনের এশিয়া চ্যাম্পিয়নশিপের (Asia Championships) শেষ চারে পৌঁছলেন পিভি সিন্ধু (PV Sindu)। কোয়ার্টার ফাইনালে সিন্ধু হারালেন চিনের হি বিংজিয়াও-কে। ম‍্যাচের ফলাফল ২১-৯, ১৩-২১, ২১-১৯ ।

ম‍্যাচে এদিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে শুরু করেন দু’বারের অলিম্পিক্সে পদক জয়ী ভারতীয় শাটলার। প্রথম গেমে এক সময় ১১-২ ব্যবধানে এগিয়ে যান প্রতিপক্ষের থেকে। যদিও দ্বিতীয় গেমে প্রবল ভাবে ম্যাচে ফিরে আসেন চিনের প্রতিযোগী। তৃতীয় গেমে দু’জনের হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত জয়ের হাসি হাসেন সিন্ধু।

এই নিয়ে বিংজিয়াওকে মোট আট বার হারালেন সিন্ধু। এখনও পর্যন্ত মোট ১৭ বার পরস্পরের বিরুদ্ধে খেলেছেন তাঁরা।

আরও পড়ুন:Sunil Narine: দিল্লির বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন সুনীল নারীন