ফের বাড়ছে ইজরায়েল প্যালেস্তাইনের উত্তেজনা। জেরুজালেমের আল-আকসা মসজিদ চত্বরে প্যালেস্তানীয় জনতার সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধলো ইজরায়েল পুলিশের। আহত হল ৪২ জন।

গত বছর আল -আকসা চত্বরে এমনই সংঘর্ষ হওয়ার পরে প্যালেস্তানীয় বিদ্রোহী গোষ্ঠী হামসের সঙ্গে সশস্ত্র লড়াই শুরু হয়েছিল ইজরায়েল সেনার। শুক্রবার সকালে ঘটে যাওয়া এই সংঘর্ষে জখম হয়েছেন অন্তত ৪২ জন। তার মধ্যে কয়েকজনের জখম গুরুতর বলে প্যালেস্তানীয় মানবাধিকার সংগঠন ‘রেড ক্রিসেন্ট সোসাইটি’ দাবি করেছে।

ইজরায়েল পুলিশ লাঠি , ঢাল ,রবার ,বুলেট, কাঁদান গ্যাস হামলা চালায় প্যালেস্তানীয় বিক্ষোভকারীদের জমায়েতে। বিক্ষোভকারীরাও পাল্টা আক্রমণ করে। এরপর পুলিশ সরাসরি আল আকসা চত্বরেই ঢুকে পড়ে।
জেরুজালেম পুলিশ জানিয়েছে এই সংঘর্ষের উস্কানি দেওয়ার অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন- সময়টা একেবারেই ভালো যাচ্ছে না, এবার খাট ভেঙে পড়লেন শুভেন্দু


































































































































