কয়লা সঙ্কট : যাত্রীবাহী ট্রেন বাতিল করে মালগাড়ি চালাচ্ছে রেল

0
2

দেশজুড়ে চলছে প্রবল কয়লা সঙ্কট। কয়লার অভাবে সমস্যায় পড়েছে রাজ্যগুলি। তাই কয়লার যোগান দিতে আগামী ২৪ মে পর্যন্ত দৈনিক গড়ে ১৬টি করে মেল, এক্সপ্রেস এবং প্যাসেঞ্জার ট্রেনের যাত্রা বাতিল করা হচ্ছে। সেই জায়গায় চালানো হবে কয়লা বোঝাই মালগাড়ি।  ভারতীয় রেল সূত্রে এমনটাই  জানা গিয়েছে।  এখনও পর্যন্ত  ৬৭০টি যাত্রীবাহী ট্রেন সাময়িক ভাবে বাতিল করা হচ্ছে। বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে অন্তত ৫০০টি দূরপাল্লার।  ইতিমধ্যেই এ বিষয়ে একটি বিভাগীর বিজ্ঞপ্তি জারি হয়েছে বলে জানিয়েছে রেল মন্ত্রক। রেলের তরফে জানানো হয়েছে পরিস্থিতি স্বাভাবিক হলে ফের ওই ট্রেনগুলি ফিরিয়ে আনা হবে।

দেশজুড়ে কয়লা সঙ্কট বাড়তে থাকায় এই সিদ্ধান্ধ বলে জানা  গিয়েছে।  বর্তমানে দৈনিক গড়ে  ৪১৫টি কয়লাবাহী ট্রেন চালানো হচ্ছে। প্রতিটির বহনক্ষমতা সাড়ে তিন হাজার টন। নির্দিষ্ট সময়ে ওই কয়লাবাহী ট্রেনগুলিকে  দ্রুত গন্তব্যে পৌছে দিতে লাইন খালি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  আগামী ২৪ মে পর্যন্ত ৬৭০টি যাত্রীবাহী ট্রেন বাতিল থাকবে।  ভারতীয় রেলের কার্যনির্বাহী পরিচালক গৌরবকৃষ্ণ বনশল জানিয়েছেন, তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লা পৌঁছনোর সময় কমাতে তাঁরা বেশ কিছু পদক্ষেপ করছেন। প্রয়োজনে আরও এক লক্ষ কয়লাবাহী ওয়াগন নামানোর পরিকল্পনাও রয়েছে।