হগলির (Hoogli) কানাইপুর জুড়ে বেআইনি জল ব্যবসায়ীদের বিরুদ্ধে বড়সড় অভিযান চালাল কানাইপুর (Kanaipur) গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত প্রধান আচ্ছালাল যাদবের নেতৃত্বে শুক্রবার, সমগ্র কানাইপুর জুড়ে অভিযান চলে।


মাটির নীচ থেকে বেআইনি ভাবে জল (Water) তুলে সেটা মানুষের কাছে বিক্রি করার বেআইনি ব্যবসা কানাইপুর অঞ্চল জুড়ে ধীরে ধীরে গজিয়ে উঠছিল। ব্যবসায়ীদের কারও কাছেই বৈধ কাগজপত্র ছিল না। এদিন পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব, পঞ্চায়েত সদস্য ও চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা অভিযান চালিয়ে সমস্ত বেআইনি জল তুলে বিক্রির ব্যবসা বন্ধ করে দেন।


অচ্ছেলাল যাদব বলেন, বেআইনিভাবে মাটির নীচে থেকে জল তুলে বিক্রির ফলে কানাইপুর অঞ্চলে মাটির নীচের জলস্তর নেমে যাচ্ছে। এতে এলাকার মানুষের আগামী দিনে সমস্যা বাড়তে পারে। তাই পঞ্চায়েত অভিযান চালিয়ে এই সমস্ত বেআইনি ব্যবসা বন্ধ করে দিচ্ছে। আগামী দিনেও এই অভিযান চলবে। পঞ্চায়েতের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।
আরও পড়ুন- সময়টা একেবারেই ভালো যাচ্ছে না, এবার খাট ভেঙে পড়লেন শুভেন্দু



































































































































