Bengal: সেমিফাইনালে মণিপুরকে হারিয়ে সন্তোষ ট্রফির ফাইনালে ওঠাই লক্ষ‍্য বাংলার

0
2

শুক্রবার সন্ধ্যায় সন্তোষ ট্রফির ( Santosh Trophy) সেমিফাইনালে খেলতে নামছে বাংলা ( Bengal) দল। প্রতিপক্ষ মণিপুর (Manipur)। মণিপুরের বিরুদ্ধে নামার আগে সর্তক বাংলার কোচ রঞ্জন ভট্টাচার্য্য। কারণ শক্তিশালী দল মণিপুর। এখনও পযর্ন্ত চারটি ম্যাচ খেলে মণিপুর মাত্র গোল খেয়েছে একটি। ফলে ফারদিন আলি মোল্লা, দিলীপ ওঁরাওদের কাছে এই ম‍্যাচ যে কঠিন হতে চলেছে তা ভালই জানেন বাংলা দলের কোচ। তাই তো ম‍্যাচের আগে যে তিনদিন সময় পাওয়া গিয়েছিল, সেই সময় অনুশীলনে রক্ষণ নিয়ে পড়ে থেকেছেন তাঁরা। রক্ষণ নিয়েই চলে বাংলার অনুশীলন।

মণিপুর ম‍্যাচ নিয়ে রঞ্জন ভট্টাচার্য্য বলেন,” যে সুযোগগুলো পাব সেগুলো কাজে লাগাতে পারলে না জেতার কোনও কারণ নেই। মণিপুর ভাল দল। নির্দিষ্ট পরিকল্পনা নিয়েই নামব। আমরাও তৈরি। বাংলা বাংলার মতন খেলেই ফাইনালে যাবে।”

এদিকে বাংলা দলে কোন চোট আঘাত নেই বলে জানালেন রঞ্জন ভট্টাচার্য্য। ফলে মণিপুরের বিরুদ্ধে প্রথম একাদশ ঠিক করতে কোন অসুবিধা বলে জানালেন তিনি।

আরও পড়ুন:KKR: টানা ম‍্যাচ হেরে দিশেহারা নাইট অধিনায়ক শ্রেয়স আইয়র